তৌসিফ রেজা, সৈয়দপুর(নীলফামারী)
সৈয়দপুরে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা.)-কে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বাদ মাগরিব আঞ্জুমান এ গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ র্যালি বের করা হয়।
র্যালির শুরুতেই পবিত্র দরুদে পাক ও মিলাদ শরীফ পাঠ করা হয়। এরপর হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও পতাকা নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা স্বাগত শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আলী মিসবাহী, গুলজার আহমেদ আশরাফী,খলিফা ইসলাম আশরাফী,হাফেজ নেসার বাখশী, মাওলানা হিরা আশরাফী, খালিদ আজম আশরাফী, খলিফা সৈয়দ আসিফ আশরাফী, হায়দার আলী হায়দার এমাদি এবং বিভিন্ন সুফিবাদী সংগঠনের নেতৃবৃন্দ।
র্যালি আয়োজনে সার্বিক সহযোগিতা করে নাঈম উল আউলিয়া ফাউন্ডেশন। আয়োজকরা জানান, পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা.) মুসলমানদের হৃদয়ের উৎসব। এ দিনকে কেন্দ্র করে শোভাযাত্রা, আলোচনা ও মাহফিলের মাধ্যমে রাসূলুল্লাহ (সা.)-এর মহান আদর্শ সর্বস্তরে ছড়িয়ে দেওয়া হবে।
র্যালি বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে পুরো পরিবেশ এক আধ্যাত্মিক আবহে ভরে ওঠে। অংশগ্রহণকারীরা রাসূলুল্লাহ (সা.)-এর প্রতি প্রেম, শ্রদ্ধা ও আনুগত্য প্রকাশ করেন এবং তাঁর দেখানো পথ অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন।