ঢাকা
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৩
প্রকাশিত : জানুয়ারি ১৪, ২০২৬
আপডেট: জানুয়ারি ১৪, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ১৪, ২০২৬

বাউফলে গণভোট বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও'র মতবিনিময়

নিলা , বাউফল, পটুয়াখালী

পটুয়াখালীর বাউফল উপজেলায় আসন্ন ত্রয়ােদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা প্রশাসন কর্তৃক গণভোট সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার সকল প্রাইমারি, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজ প্রতিষ্ঠান প্রধানদের সাথে গণভোটের বিষয়ে মতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সালেহ আহমেদ।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সালেহ আহমেদ এসময় বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। তিনি বলেন, গণভোট গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি ভোটার যাতে উৎসবমুখর পরিবেশে এবং নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্লাস গণভোট প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যে সবার কাজ করতে হবে।

প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, প্রতিটা স্কুল কলেজ মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ডেকে কিভাবে গণভোট দিতে হবে তা নিয়ে আলোচনা করে জনসচেতনতা বাড়াতে হবে। এবং ভোটারদের সচেতন করতে মর্মে বিভিন্ন আলোচনা করেন।

ভোটদান প্রক্রিয়ার বিভিন্ন দিক তুলে ধরেন ও নির্বাচন সংশ্লিষ্ট আচরণবিধি মেনে চলার পরামর্শ দেন এবং অভিভাবকদের মাঝে আলোচনা করে জনসচেতনতা সৃষ্টি করার তাগিদ দেন। এসময় উপজেলার সকল প্রাইমারি, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজ প্রতিষ্ঠান প্রধানগণসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram