ঢাকা
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৬
প্রকাশিত : জানুয়ারি ১৪, ২০২৬
আপডেট: জানুয়ারি ১৪, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ১৪, ২০২৬

ভোটকেন্দ্রে যেকোনো পরিস্থিতি মোকাবিলার মানসিক প্রস্তুতি থাকতে হবে

দৈনিক আজকাল বাংলা:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রিজাইডিং কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও মাদারীপুরের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, এবারের নির্বাচনে যারা ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন, তাদের যেকোনো পরিস্থিতি মোকাবিলার মানসিক প্রস্তুতি থাকতে হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তন হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

এ সময় জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, আগের মতো আর দেশটাকে ধ্বংস করা যাবে না। যে সকল প্রিজাইডিং কর্মকর্তারা ভয় পান, তারা আগেই জানিয়ে দিয়েন, আমরা তাদের বাদ দিয়ে নির্বাচনের দায়িত্ব অন্যদের কাছে দেব। কোনো অবস্থাতেই আগের মতো নির্বাচন হতে দেব না। মনে রাখবেন, জেলা প্রশাসন আপনাদের পাশে আছে। কোনো ভোটকেন্দ্রে যাওয়ার পর যদি ঝুঁকিপূর্ণ মনে হয় সঙ্গে সঙ্গে জানাবেন, তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, সবার সহযোগিতায় একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন মানুষের কাছে উপহার দিতে চাই। এটা আমাদের কমিটমেন্ট।

সদর উপজেলার সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মো. এহতেশামুল হক, সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফিন, র‌্যাব-৮-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন, আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। মতবিনিময় সভায় রিটার্নিং কর্মকর্তা সম্ভাব্য প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্ন শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে তার উত্তর দেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram