

নিলা, বাউফল, পটুয়াখালী প্রতিনিধি;
পটুয়াখালীর বাউফলে নবম শ্রেণির দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ অনিক (২০) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (১০জানুয়ারি) রাতে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ওই দুই শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮জানুয়ারি) সকাল ৯টার দিকে অনিক তার এক বান্ধবীকে বাসায় ডাকেন। ওই বান্ধবী বন্ধু অনিকের বাসায় যাওয়া আগে তার আরেক বান্ধবীকে সাথে নিয়ে অনিকের বাসায় যায়। অনিক কৌশলে দুই বান্ধবীকে ধর্ষণ করে। অভিযুক্ত অনিক এ ঘটনার পর পলাতক রয়েছে। অনিক উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের খলিলুর রহমান ওরফে খোকনের ছেলে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, ভিকটিম দুজন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
