ঢাকা
১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:০৩
প্রকাশিত : জানুয়ারি ১, ২০২৬
আপডেট: জানুয়ারি ১, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ১, ২০২৬

রাসুল (সা:) নাজাশির গায়েবানা জানাজা পড়ার ঘটনা

ইসলাম ডেস্ক:

রাসুলুল্লাহ (সা.)-এর জীবদ্দশায় আবিসিনিয়ার (বর্তমান ইথিওপিয়া) ন্যায়পরায়ণ রাজা নাজাশির গায়েবানা জানাজা পড়ার ঘটনাটি ইসলামের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত । ঐতিহাসিক এই ঘটনার মূল বিষয়গুলো নিচে সংক্ষেপে তুলে ধরা হলো:

 ৯ম হিজরির রজব মাসে হাবশার সম্রাট ‘আছহামা নাজাশি’ মৃত্যুবরণ করেন। যে দিনে তিনি মারা যান, সেই দিনই আল্লাহর রাসুল (সা.) ওহির মাধ্যমে খবর পান এবং সাহাবিদের তা অবহিত করেন। তিনি বলেছিলেন, "আজ তোমাদের একজন নেককার ভাই ইন্তেকাল করেছেন, তোমরা ওঠো এবং তাঁর জানাজা পড়ো"।

 এরপর রাসুল (সা.) সাহাবিদের নিয়ে মদিনার জানাজার মাঠে (মুসাল্লা) সমবেত হন । তিনি সাহাবিদের কাতারবন্দী করেন এবং নাজাশির জন্য গায়েবানা জানাজা আদায় করেন। এই জানাজায় তিনি মোট চারটি তাকবির দিয়েছিলেন।

 নাজাশির জানাজা মদিনায় পড়ার প্রধান কারণ ছিল তিনি যেখানে ছিলেন সেখানে তাঁর জানাজা পড়ার মতো কোনো মুসলিম ছিল না অথবা তাঁকে জানাজা ছাড়াই দাফন করা হয়েছিল। কোনো মুসলিম দূরদেশে ইন্তেকাল করলে এবং সেখানে তাঁর জানাজা না হলে গায়েবানা জানাজা পড়ার বিধানটি এই ঘটনা থেকেই প্রতিষ্ঠিত হয়েছে ।

সম্রাট নাজাশি ইসলাম গ্রহণ করেছিলেন এবং মক্কা থেকে হিজরত করে আসা মুসলমানদের আশ্রয় ও নিরাপত্তা দিয়ে অসামান্য সহযোগিতা করেছিলেন। তাঁর এই মহানুভবতা ও ইসলামের প্রতি অবিচলতার সম্মানেই রাসুল (সা.) নিজে তাঁর জানাজা পড়ান। 

উল্লেখ্য যে, সহিহ বুখারি ও মুসলিমসহ প্রধান হাদিস গ্রন্থগুলোতে এই ঘটনার বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায়।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram