

জাহিদুল হাসান জাহিদ:
সৈয়দপুরে এসএসসি ৯২ গ্রুপের উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের শীত নিবারনের জন্য কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার বিকাল ৪টায় সৈয়দপুর চৌধুরী টাওয়ারের দ্বিতীয় তলায় বিউটি ড্রেস গ্যালারির সামনে এই কম্বল বিতরণ করা হয়।
পঞ্চাশ জন শীতার্ত অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন সৈয়দপুর এসএসসি ৯২ এর আহবায়ক নুর মোহাম্মাদ বাবু,জাহিদুল হাসান জাহিদ,গালিবুর রহমান ও জয়নাল আবেদীন।
এসময় আহবায়ক নুর মোহাম্মদ বাবু বলেন, এই মহৎ কাজের জন্য এসএসসি৯২ বন্ধুরা তোমরা যে ভাবে অর্থ দিয়ে সহযোগিতা করেছ এই জন্য আমি সকল বন্ধুর প্রতি কৃতঙ্গতা ও ধন্যবাদ জানাই।
