ঢাকা
১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৪৭
প্রকাশিত : জানুয়ারি ১, ২০২৬
আপডেট: জানুয়ারি ১, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ১, ২০২৬

আজ তারকা সাংবাদিক এস এম ফয়েজ-এর জন্মদিন

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

টেলিভিশন সাংবাদিকতার পরিচিত মুখ, সময়ের সাহসী কলম সৈনিক এবং তরুণ প্রজন্মের আইকন সাংবাদিক এস এম ফয়েজ-এর জন্মদিন আজ। নোয়াখালীর এই কৃতি সন্তান নিজের মেধা, দক্ষতা এবং সাবলীল উপস্থাপনার মাধ্যমে সংবাদমাধ্যমে এক উজ্জ্বল অবস্থান তৈরি করেছেন।

নোয়াখালীর মাটি ও মানুষের টানে বেড়ে ওঠা ফয়েজ টেলিভিশন সাংবাদিকতায় বিশেষ অবদান রেখে চলেছেন। বিশেষ করে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে তার বস্তুনিষ্ঠ প্রতিবেদন এবং সাহসিকতা তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে। কেবল সংবাদ পরিবেশনই নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও তিনি সবসময় সরব।

তরুণদের কাছে তিনি একজন পথপ্রদর্শক হিসেবে পরিচিত। সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায় আসতে চাওয়া নতুন প্রজন্মের কাছে বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি
এস এম ফয়েজ একটি অনুপ্রেরণার নাম। তার কাজের ধরণ এবং পেশাদারিত্ব তাকে এই সময়ের একজন অন্যতম 'তারকা সাংবাদিক' হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং ভক্তরা শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন। অনেকেই তাকে 'নোয়াখালীর গর্ব' হিসেবে অভিহিত করে তার দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

জন্মদিন প্রসঙ্গে এস এম ফয়েজ সবসময়ই বিনয়ী। তিনি মনে করেন, সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি মানুষের সেবা করার একটি বড় মাধ্যম। আগামী দিনেও তিনি সত্যের পথে অবিচল থেকে দেশের কল্যাণে কাজ করে যেতে চান।

এস এম ফয়েজ কেবল একজন সংবাদকর্মীই নন, তিনি সাংবাদিক সংগঠনের দক্ষ সংগঠক হিসেবেও সুপরিচিত। বর্তমানে তিনি নোয়াখালী জার্নালিস্ট ফোরাম (এনজেএফ), ঢাকা-এর সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি অপরাধ বিটের সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে অত্যন্ত সুনামের সাথে কাজ করেছেন।

পেশাগত ও সাংগঠনিক কর্মকাণ্ডে তার বলিষ্ঠ উপস্থিতির ধারাবাহিকতায় তিনি ক্র্যাবের আসন্ন নির্বাচনে দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার এই প্রার্থীতা সাধারণ সদস্যদের মাঝে ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি করেছে।

পেশাদারিত্বের পাশাপাশি তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) একজন সম্মানিত সদস্য। এছাড়াও তিনি বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সাংবাদিক সংগঠন এবং নানাবিধ সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে জড়িত। নোয়াখালীর কৃতি সন্তান হিসেবে এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নেও তিনি নিরলস অবদান রেখে চলেছেন।

আজকের দিনে যখন গণমাধ্যমের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে, তখন এস এম ফয়েজের মতো সাংবাদিকরা আস্থার প্রতীক হয়ে দাঁড়ান। টেলিভিশন সাংবাদিকতায় এস এম ফয়েজ কেবল একটি নাম নয়, বরং তিনি সাহসী এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক অবিচল কণ্ঠস্বর।

এস এম ফয়েজ তাঁর পেশাগত জীবনে অপরাধ বিষয়ক সাংবাদিকতায় একটি নিজস্ব ধারা তৈরি করেছেন। তিনি গতানুগতিক সংবাদ পরিবেশনের বাইরে গিয়ে প্রতিটি ঘটনার গভীরে প্রবেশ করেন, যা দর্শকদের কাছে তাঁকে জনপ্রিয় করে তুলেছে। তাঁর প্রতিবেদনগুলো কেবল তথ্যবহুল নয়, বরং বিশ্লেষণধর্মী এবং সমাজের নানা অসঙ্গতিকে নির্ভয়ে তুলে ধরে। এই কারণে তিনি সবার কাছে বেশ পরিচিত মুখ।

জন্মদিন উপলক্ষে আজ সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। সাংবাদিক মহলে অত্যন্ত জনপ্রিয় এই ব্যক্তিত্বকে নিয়ে অনেকেই ইতিবাচক পোস্ট করে তার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছেন।

আগামী দিনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সাংবাদিক বান্ধব সুন্দর এক সমাজ গঠনে এস এম ফয়েজ আরও বড় ভূমিকা রাখবেন—জন্মদিনের এই শুভক্ষণে এটাই সকলের প্রত্যাশা।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram