ঢাকা
২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ১০:৫৮
প্রকাশিত : অক্টোবর ২৫, ২০২৫
আপডেট: অক্টোবর ২৫, ২০২৫
প্রকাশিত : অক্টোবর ২৫, ২০২৫

তরুণ শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞান বাড়াতে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

নিজস্ব প্রতিবেদক,ঢাকা।।

দেশে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে আন্তঃবিদ্যালয় টেক কার্নিভাল। তরুণ শিক্ষার্থীদের প্রযুক্তি-মনস্ক করে তুলতে এবং তাদের বাস্তব দক্ষতা বিকাশে নেওয়া হয়েছে এই উদ্যোগ। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে শেষ হলো দুই দিনব্যাপী এই এসজেআইএস ফার্স্ট ইন্টার-স্কুল টেক কার্নিভাল ২০২৫।

২৪ ও ২৫ অক্টোবর অনুষ্ঠিত এই কার্নিভালে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। জোসেফইট টেক ক্লাব আয়োজিত এ উৎসবে ছিল এইচটিএমএল ওয়েবপেজ নির্মাণ, কোডিং প্রতিযোগিতা, টেক মিম, ড্রোন প্রদর্শনী সহ নানা আকর্ষণীয় ইভেন্ট।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রিন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শরীফ উদ্দিন। তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে তরুণদের হাতে প্রযুক্তি দক্ষতা পৌঁছে দিতে হবে। স্কুল পর্যায়ে এমন আয়োজন ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের উপাধ্যক্ষ ব্রাদার ভিক্টর বিকাশ। স্বাগত বক্তব্য রাখেন টেক ক্লাবের সভাপতি তাজরিয়ান আহনাফ।

দুই দিনব্যাপী কার্নিভালে ছিল গার্ড অব অনার, নৃত্য, গান ও সাংস্কৃতিক পরিবেশনা। সমাপনী দিনে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যা, ফ্যাশন শো, সেলিব্রিটি টক শো এবং লেজার অ্যানিমেশন শো।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের কান্ট্রি লিড সারওয়াত রেজা। বিশেষ অতিথি ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিটিও ইঞ্জিনিয়ার মুশফিকুর রহমান। বক্তব্য রাখেন স্কুলের পরিচালক শরিফুল আনোয়ার, প্রধান সমন্বয়ক স্নিগ্ধা কনা পাল এবং ব্রাদার রেসি।

পুরস্কার বিতরণী পর্বে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

উপাধ্যক্ষ ব্রাদার ভিক্টর বিকাশ বলেন, আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নয়, বাস্তব জীবনের প্রযুক্তিগত জ্ঞানেও দক্ষ করে গড়ে তোলা। এই কার্নিভাল তাদের সেই সুযোগ দিয়েছে।

টেক কার্নিফলের সমন্বয়ক স্নিগ্ধা কনা পাল বলেন, এই টেক কার্নিভালের উদ্দেশ্য শুধুমাত্র প্রতিযোগিতা নয়, বরং শেখা, যোগাযোগ এবং উদ্ভাবনের মাধ্যমে ভবিষ্যতের প্রযুক্তি নেতা তৈরি করা।

এবারের টেক কার্নিভালের টাইটেল স্পন্সর হিসেবে সার্বিক সহযোগিতা করেন এডুকেশন সেন্টার ফর অফ অস্ট্রেলিয়া (ইসিএ)।

এসজেআইএস আন্তঃবিদ্যালয় টেক কার্নিভাল ২০২৫ তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর নেতৃত্ব গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram