মো. নজরুল ইসলামঃ মানিকগঞ্জ:
বিশ্বকে আমরা জানি,তার কারণ বিশ্বে সত্যের আবির্ভাব। বিশ্বে আমাদের তৃপ্তি, তার কারণ বিশ্ব আনন্দের প্রকাশ। আজ (৮ মে) বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজন ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
সভায় মানিকগঞ্জ জেলার অতিরিক্ত প্রশাসক( সার্বিক) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্যবর জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার জনাব আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস। আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন মানিকগঞ্জ হীরালাল সেন সাহিত্য ও সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
প্রবন্ধের ওপর আলোচনা করেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের জেলা সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার। সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার মোখলেছা হিলালী ও আবৃত্তি প্রশিক্ষক শাকিল আহমেদ সনেট।
বক্তারা বলেন কবিগুরু আমাদের দেশের মাটি ও মানুষের হৃদয়ে মিশে আছেন। তিনি আমাদের আত্মার আত্মীয়। তাই নতুন প্রজন্মের মাঝে তাঁর আদর্শ ও চেতনা বাস্তবায়নে আমাদের সকলের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।