নিলা, বাউফল, (পটুয়াখালী) প্রতিনিধিঃ
যমুনা টেলিভিশনের ১যুগ পদার্পণে পটুয়াখালীর বাউফলে এতিম শিশুদের নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী আয়োজন।
দায়িত্বশীলতার সঙ্গে, নাগরিকের পাশে থাকার বিনয়ী চেষ্টাই, যমুনা টেলিভিশনকে এনে দিয়েছে জনগণের অসীম ভালোবাসা। শুরু থেকেই, আধুনিক সাংবাদিকতা, সত্য আর তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করা ছিল টিম যমুনার লক্ষ্য। সব দল-মতের, বিপুল আকাঙ্খা পূরণই, যুগের পথে যমুনার লক্ষ্য।
বাউফল উপজেলার স্লোব বাংলাদেশ এনজিও পরিচালিত একটি এতিম খানার শিশুদের নিয়ে ছিলো নানা আয়োজন।
খানিক সময়ের এ আয়োজনের পুরোটা সময় জুড়ে নিঃসঙ্গ শিশুদের সাথে যোগ দিয়ে সময়টাকে আরো সুন্দর করে তোলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। আজ শুক্রবার সকাল দশটার দিকে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
পরে নিঃসঙ্গ (এতিম) শিক্ষার্থীদের গল্প, আড্ডা, অতিথি আপ্যায়ন, অদম্য বিতর্ক ক্লাবকে উপহার প্রদান ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
জুলাই অভ্যুত্থানে আহত এবং নিহত বীর ও যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের স্মরণে দোয়া করা হয় এবং বর্তমান চেয়ারম্যান সাবেক এমপি অ্যাড. সালমা ইসলামের সুস্থতা কামনা করা হয়।
অতিথিরা বলেন, ব্যাতিক্রমী তথ্য খুঁজে বের করে চমৎকার উপস্থাপন করার কারণে যমুনা হয়েছে বিশ্বসেরা। এসময় উপস্থিত ছিলেন, বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বশার তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন, ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অহিদুজ্জামান সুপন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক নিহার বিন্দু বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, রিপোর্টাস ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক, উপজেলা বিএনপি'র সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, যুগ্ম আহবায়ক সামুয়েল আহমেদ লেলিন, গণ অধিকার পরিষদের আহবায়ক হাবিবুর রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক / শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক, শিল্পকলা একাডেমি, কালচারাল ক্লাব ও স্লোব বাংলাদেশের সদস্যরা।