ঢাকা
২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ২:৪১
প্রকাশিত : এপ্রিল ১৮, ২০২৫
আপডেট: এপ্রিল ২০, ২০২৫
প্রকাশিত : এপ্রিল ১৮, ২০২৫

হাসিনার পরিবারের সবাইকে বিচারের আওতায় আনতে হবে-এ্যানি

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার:

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হাসিনা পালিয়ে গেছে ঠিকই কিন্তু হাসিনার অর্থ পালায় নি। সবাইকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয় নি। এখন পর্যন্ত বিচার দৃশ্যমান না। হাসিনার পরিবারের যারাই দুঃশাসন, দুর্নীতির সাথে জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে।

আমাদের স্পষ্ট বক্তব্য হলো আমরা দ্রুত দৃশ্যমান বিচার দেখতে চাই। আরেকটি হলো সংস্কার দেখতে চাই, নির্বাচনের জন্য সংস্কার জরুরি। বিচার প্রক্রিয়ার মধ্যদিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কারণ এদের বাংলাদেশে রাজনীতি করার কোন সুযোগ নাই।

এরা যদি ঝটিকা মিছিল করে হঠাৎ করে আসি আবার ফ্যাসিবাদ কায়েম করে তাহলে জনগনের দুর্ভোগ আছে। জনগণের ক্ষতি করার জন্য এরা ওঁত পেতে আছে। এদের যে ভুল হয়েছে একবারও এসে জনগণকে বলে নি, বরং হুংকার দিচ্ছি ঝটিকা মিছিল করে দেখিয়ে দিবে। জনগন তাদের সুযোগ দেবে না।

শুক্রবার (১৮এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন বিএনপির আয়োজনে আমান উল্যাহপুর আয়েশা দাখিল মাদরাসায় এ প্রতিনিধি সভা করা হয়।  তিনি আরও বলেন, দেশের অবৈধ অস্ত্রও উদ্ধার হয়নি, লুটের অস্ত্রও উদ্ধার হয় নি, তাহলে আইনশৃঙ্খলার উন্নতি কেমনে হবে। যারা ঝটিকা মিছিল করছে তারা এসব অস্ত্র দিয়ে একটা শক্তি সঞ্চার করতে চায়। এ সুযোগ সরকার দিতে পারবে না। কারণ আমাদের আন্দোলনের ফসল হলো এ সরকার।

এ জন্য এ সরকারের কাছে আমাদের দাবি বেশি। প্রত্যাশার জায়গা থেকে আমাদের দাবি, অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। অস্ত্র যদি উদ্ধার না হয়, এ অস্ত্র আমাদের বুকে আবার ব্যবহার করা হবে।

 সভায় উদ্বোধক ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড. হাছিবুর রহমান। ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছৈয়দের রহমান রায়হানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম আহবায়ক শাহ মো. এমরান, সদস্য সচিব মো. মোখলেসুর রহমান হারুন প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram