নিজস্ব প্রতিনিধি,সৈয়দপুর:
নীলফামারীর সৈয়দপুরে নিচুকলোনী মডার্ণ স্পোর্টিংক্লাবের ব্যবস্থাপনায় এলাকার শিশু-কিশোরদের ক্রিকেট লীগ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৯ মে ) সকালে নিচুকলোনী মাঠে সার্কেল ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত হয়।
মডার্ণ স্পোর্টিং ক্লাবের সভাপতি মো.জাহিদুল হাসান জাহিদ গত এপ্রিল মাসে সার্কেল ক্রিকেট লীগের উদ্ধোধন করেন ।
এই সার্কেল ক্রিকেট লীগে এলাকার শিশু-কিশোরদের সমন্বয়ে চারটি দলে মোট ৪৮ জন খেলোয়াড় অংশ গ্রহন করে।
লীগ পর্যায়ে চারটি দলের মধ্যে হতে সর্বোচ্চ রান সংগ্রহ করে হাবিব একাদশ বনাম আজম একাদশ। এই দলের মধ্যে তিনটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে সর্বোচ্চ রানে চ্যাম্পিয়ন হয় হাবিব একাদশ।
খেলার আয়োজক ক্লাবের সভাপতি জাহিদুল হাসান জাহিদ জানান,শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করতে প্রতি বছর মিনিবার ফুটবল ও সার্কেল ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়। যাতে শিশু- কিশোর ক্রিকেট-ফুটবল খেলায় প্রাথমিক ভাবে কিছু শিখতে ও জানতে পারে। নিচুকলোনী মাঠটি ছোট হওয়ায় এই ধরনের মিনিবার ফুটবল ও সার্কেল ক্রিকেট খেলার আয়োজন করা হয়। এছাড়া শিশু-কিশোর মাঠে খেলাধূলা করলে দেখতে ভালো লাগে।