ঢাকা
২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১১:৩৫
প্রকাশিত : মে ২০, ২০২৫
আপডেট: মে ২০, ২০২৫
প্রকাশিত : মে ২০, ২০২৫

যারা গুম-খুন, দুর্নীতির সাথে জড়িত আগে তাদের বিচার করা উচিত- ড.রেজাউল করিম

এস এম আওলাদ হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:

লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নে গণসংযোগ করেছেন লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

মঙ্গলবার (২০মে) বিকালে দিঘলী বাজারে গণসংযোগ করেন তিনি।

এসময় তিনি বলেন, যারা গুম-খুন, দুর্নীতির সাথে জড়িত আগে তাদের বিচার করা উচিত। তাদের বিচার না করে যদি ভোট দেওয়া হয় তাহলে খুনিরা কিন্তু আবার রাজপথে বেরিয়ে আসবে। তাই প্রথমত সংস্কার, বিচার এর পরবর্তীতে আগে স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হোক সে প্রত্যাশা করছি।

তিনি আরো বলেন, বিগত দিনে যেভাবে গুম-খুন, রাহাজানি মাধ্যমে গোটা বাংলাদেশকে একটি অস্থিতিশীল অবস্থা করেছে, জুলাই বিপ্লব পরবর্তী সকলের প্রত্যাশা হচ্ছে সে সিস্টেমের পরবর্তী। সে সিস্টেম রেখে যদি ভোট করা হয় তাহলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না। এজন্য আমরা মনে করি সংস্কার প্রয়োজন, কিন্তু সে সংস্কার অনন্তকালের জন্য নয়। বরং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কার করে এবং বিগত দিনে যারা এ দেশকে লুটেপুটে খেয়েছে তাদের বিচার করে তারপর ভোট দিতে হবে।

এসময় গণসংযোগে জামায়াতের স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram