ঢাকা
২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ৯:১৪
প্রকাশিত : এপ্রিল ১৬, ২০২৫
আপডেট: এপ্রিল ১৬, ২০২৫
প্রকাশিত : এপ্রিল ১৬, ২০২৫

বর্ণিল আয়োজনে বিজয় দিবস ও মডার্ণ ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

জাহিদুল হাসান জাহিদ।। নীলফামারীর সৈয়দপুরে সামাজিক ক্রীড় সংগঠন নিচুকলোনী মডার্ণ স্পোর্টিং ক্লাবের বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস ও ক্লাবের ৩২ তম বর্ষ পূর্তী উপলক্ষ্যে দিন ব্যাপী শিশু কিশোর,যুবক,যুবতী,বয়স্ক নারী পুরুষের অংশ গ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯.৩০ মিনিটে সৈয়দপুর নিচুকলোনী মাঠে দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন ও মশাল দৌড়ের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন আমন্ত্রীত অতিথি এলাকার বয়োজ্যেষ্ঠ মো.বারেক চৌধুরী,মরহুম মুক্তিযোদ্ধার সহধর্মীনি রোকেয়া আলম,মরহুম মুক্তিযোদ্ধা আনিছুর রহমান আনিছের জামাতা হাসনাতুজ্জামান আনু,নিচু কলোনী মসজিদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সমাজ সেবক রাহাত সরকার,ব্যবসায়ী ও সমাজ সেবক মো.রিকু,মো,জাহাঙ্গীর আলম,প্রবাসী  রবি কুমার সহ ক্লাবের সদস্য বৃন্দ।

এসময় অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার,শেখ আজগার আলী,আব্দুস সামাদ মাষ্টার,আব্দুল ওহাব বিশ্বাস,সৈয়দ আহম্মেদ খোকা,অবসর প্রাপ্ত সার্জেন নুর হোসেন ও নাসির হোসেন। উল্লেখিত  ব্যক্তিদের স্বরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।

উল্লেখিত ব্যক্তিগণ বিগত দিনে বিভিন্ন ভাবে ক্লাবকে সহযোগিতা করে ছিলেন। এই জন্য তাদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

প্রতিযোগিতায় ১৩টি খেলায় ৩ বছর থেকে ৬৫ বছর বয়সের প্রায় দুই শতাধীক শিশু,নারী,পুরুষ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।

সন্ধ্যায় মো.জাহিদুল হাসান জাহিদরে সভাপতিত্বে এবং আলমগীর হোসেনর উপস্থাপনায় আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন আমন্ত্রীত অতিথি,সমাজ সেবক রবিউল আওয়াল রবি,সৈয়দপুর জেলা বিএন পি’র প্রচার সম্পাদক ও সমাজ সেবক মো.আবু সরকার,আমিনুল ইসলাম আকাশ ও ক্লাবের সভাপতি।

পরে ক্লাবের ৩২ বছর পূর্তীতে লাকি কূপন ড্র অনুষ্ঠিত হয়। আমন্ত্রীত অতিথিগণ বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন।

এসময় ক্লাবের সকল সদস্য ও নিচুকলোনী এলাকার শত শত নারী- পুরুষ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram