ঢাকা
২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৪:৩৩
প্রকাশিত : মে ২০, ২০২৫
আপডেট: মে ২০, ২০২৫
প্রকাশিত : মে ২০, ২০২৫

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ নিহত-২

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার:

লক্ষ্মীপুরের কমলনগরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার করইতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক (৩৮) ও অপরজন মুরগি ব্যবসায়ী ওসমান গণি (৫০)। এ ঘটনায় রিজভি ও আকাশ নামে আরও দুজন আহত হয়েছেন। নিহত রফিক চরফলকন গ্রামের নুরুল আমিনের ছেলে।

তিনি ঢাকায় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। আর ওসমান কাদিরপন্ডিতের হাট এলাকার হাজী নোয়াব আলীর ছেলে এবং পেশায় একজন মুরগি ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিক ঢাকা থেকে বাসে করে ঝুমুর এলাকায় নামেন। সেখান থেকে অটোরিকশাযোগে কমলনগরের হাজিরহাট যাচ্ছিলেন। পথে করইতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। আহত রফিক, রিজভি ও আকাশকে দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে ওসমানকে পরিবারের সদস্যরা কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানেও তাকে মৃত ঘোষণা করা হয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল জানান, রফিককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম বলেন, অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে কেউ মারা না গেলেও পরে হাসপাতালে দুইজনের মৃত্যু হয়।

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবীর স্বপন বলেন, রফিক দলের একজন নিষ্ঠাবান নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram