স্টাফ রিপোর্টার,নীলফামারী।। নীলফামারীর সৈয়দপুরে নিচুকলোনী মডার্ণ স্পোর্টিংক্লাবের আয়োজনে শিশু কিশোর ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নিচুকলোনী মাঠে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় নিচুকলোনী এলাকার ৩৬ জন ক্ষুদে শিশু-কিশোরদের নিয়ে চারটি দল গঠন করা হয়। দল গুলো হলো,লাল,নীল,সবুজ ও হলুদ দল।
এই দলগুলোর মধ্য থেকে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা লাল ও নীল দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইল খেলায় লাল দল প্রথমে ব্যাটিং করে নীল দলকে ৮০ রান টার্গেট দেয়।নীল দল সব কয়টি উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করে।
টুর্ণামেন্টে ম্যান অব দ্যা সিরিজ হয় লাল দলের রিফাত আর ম্যান অব দ্যা ম্যাচ হয় নীল দলের আজম ও বেষ্ট বলার পুরুস্কার পায় সবুজ দলের হাবিব।
চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরুস্কার তুলে দেন আমন্ত্রীত অতিথি আলিফ ট্রেডিংএর স্বত্তাধীকারী মোঃ আনিছুর রহমান ও মডার্ণ স্পোর্টিংক্লাবের পরিচালক সাংবাদিক মো.জাহিদুল হাসান জাহিদ।