জাহিদুল হাসান জাহিদ।। ফ্রেণ্ডস ফর হেল্প এর ২৯ নভেম্বর ৮ তম প্রতিষ্ঠাবাষির্কী। প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন করতে সংগঠনটি জমকালো এক মিনিবার ফুটবল টুর্ণামেন্টের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৫ নভেম্বর) রাত ৮,৩০ মিনিটে সৈয়দপুর নিচুকলোনী মাঠে সমাজ সেবক মো,রবিউল আউয়াল রবি লাল ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন।
শুভেচ্ছা বক্তব্যে সমাজ সেবক রবিউল আউয়াল রবি বলেন, এই প্রথম কোন জমকালো আয়োজনের মাধ্যমে সৈয়দপুরে আন্তর্জাতিক নিয়মে খেলোয়াড় নিলাম নিচুকলোনী আয়োজন করেছে।নিচুকলোনী সব সময় নতুন নতুন কিছুর আয়োজন করে মানুষকে অভাগ করে দিয়েছে। আমি সত্যই জমকালো এই আয়োজনে মুগ্ধ হয়েছি।
এসময় আমন্ত্রীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মডার্ণ স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক জাহিদুল হাসান জাহিদ,ব্যবসায়ী হাসান,রিকু,মো,রবিউল ইসলাম, মো. রাহাত প্রমূখ।
পরে মো,আলমগীর হোসেনের উপস্থাপনায় শুরু হয় কাঙ্খিত মিনিবার ফুটবল টুর্ণামেন্টের খেলোয়াড় নিলাম।
নিলামে অংশগ্রহন করে খেলোয়াড় ক্রয় করেন ১,মেগপাই এফসি-ম্যানেজার- মো: আরিফুল ইসলাম ২.ওয়াটার লিলি এফসি-ম্যানেজার- মো:রুবেল হোসেন ৩.হিলসা এফসি-ম্যানেজার- মো: মিশান ৪.রয়েল বেঙ্গল টাইগার – ম্যানেজার- জিহাদ
নিলাম শেষে উপস্থিত এলাকাবাসীর জন্য র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে দশজন ভাগ্যবান ব্যক্তি দশটি আর্কষনি পুরুস্কার পান।
নীলফামারীর সৈয়দপুর নিচুকলোনীতে কিছু যুবক আজ থেকে আট বছর আগে গঠন করেন সামাজিক সংগঠন ফ্রেণ্ডস ফর হেল্প। এই সংগঠন জন্মলগ্ন থেকে বিভিন্ন সামাজিক কাজ করে চলেছে। উল্লেখযোগ্য,মহামারি করোনার সময় অসহায় মানুষকে খাদ্য সহযোগিতা করা,দরিদ্র ছাত্র-ছাত্রীদের লেখা-পড়ার উপকরণ দিয়ে সহযোগিতা করা,পবিত্র ঈদে এলাকার অসহায় মানুষকে ঈদ সামগ্রী বিতরণ করা ও ২০২৪ সালের ভয়াবহ বন্যায় স্বল্প পরিষরে নোয়াখালীর বানভাসি মানুষদের খাদ্য সহযোগিতা করা সহ এলাকায় বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে।
জমকালো অনুষ্ঠানের আয়োজক ফ্রেণ্ডস ফর হেল্প এর ফয়েজ টিপু,সবুজ,রাব্বি, আলামিন,মোমিন,বক্কর,শাহিন,রাসেল,চুন্না,সালমান ও ময়নুল।
প্রতিটি অনুষ্ঠানে মিডিয়া পাটনার-দৈনিক আজকাল বাংলা ও নর্থবেঙ্গল নিউজ।