জাহিদুল হাসান জাহিদ:
নীলফামারীর সৈয়দপুরে দৃষ্টি নন্দন বিমান বন্দর সড়কে ইট বালু ভর্তি ট্রাক আসা যাওয়ার ফলে সড়কের বেশ কয়েকটি স্থানে ভাঙ্গন ও ফাটলসহ ডেবে গেছে। যে যার মতো করে দশ চাকার ডাম্প ট্রাক ও ট্রাকে বালু ইট নিয়ে আসছে। এতে সড়কের যে ক্ষতি হচ্ছে এই গুলো দেখার বা বলার কেউ নাই।
সচেতন পথচারী ও নিয়মিত যারা এই সড়কে ঘুরতে আসেন তারা অভিযোগ করে বলেন,বন্ধন কনভেনশন হল থেকে এসএসডি ( সাপ্লাই) পর্যন্ত, সেনানিবাস সীমানা প্রাচীরের পাশের ড্রেনের উপরের সিমেন্টের দশটি স্লিপার বালুর ট্রাকের ওজনে ভেঙ্গে ডেবে গেছে। বিশেষ করে তিনটি স্থানের স্লিপার বিপদজনক ভাবে ভেঙ্গে গেছে। ঐ তিনটি স্থানে পথচারী বা যানবাহন হঠাৎ মোড় নিলে ঘটবে মহা বিপদ।
এ ছাড়াও তারা বলেন,সড়কস্থ চৌধুরীর বাড়ির পাশে প্রতিদিন দশ চাকার ডাম্প ট্রাক বালু নিয়ে আসা যাওয়ার ফলে সড়কের এক পাশ ফাটল ও কিছু ডেবে গেছে। দশ চাকার ইট,বালু লোড ডাম্প ট্রাক যাতায়াত করার ফলে সড়কটি ভাঙ্গন ও ফাটলের সৃষ্টি হয়েছে বলে জানান।
এ ছাড়াও অভিযোগ রয়েছে, সড়কের ফুটপাথের উপরে কিছু দোকানি তাদের মালপত্র রেখে কাজ করে আর কিছু দোকানি তাদের খদ্দেরদের বসার ও দাঁড়ানোর স্থান করে রাখেন। এতে করে সাধারণ পথচারীদের ফুটপাথে যাতায়াতে ভিষণ বিড়াম্বনায় পড়তে হয়।
সচেতন পথচারীরা জানান,সড়কটির ভাঙ্গন গুলো মেরামতসহ সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে যথার্থ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেন।