

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালায় শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। সকাল ও রাতের দিকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ, ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাঝারি থেকে ঘন কুয়াশা দেশের বিভিন্ন অঞ্চলের মতো দীঘিনালাতেও বিস্তার লাভ করেছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও ভোর ও রাতের দিকে শীতের অনুভূতি বেশি থাকছে। ঠান্ডা বাতাস ও সূর্যের আলো কম থাকায় শীত আরও তীব্র মনে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শীতের প্রভাবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও পাহাড়ি দুর্গম এলাকার বাসিন্দারা। কুয়াশার কারণে সকালের কাজে বের হতে দেরি হচ্ছে, অনেক জায়গায় যান চলাচল সীমিত হয়ে পড়েছে। এতে করে কর্মজীবী মানুষের পাশাপাশি শিক্ষার্থী ও রোগীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিনে কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও শীতের প্রকোপ কমার সম্ভাবনা নেই। বিশেষ করে ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা ঘন থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এদিকে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণসহ অসহায় মানুষের প্রতি সহমর্মিতা দেখানোর অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
