

আবু তাহের, স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সুশান্ত কুমার ওরফে দিনার (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) রাত ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। সুশান্ত ফুলবাড়ী ইউনিয়নের বামনকুড়ি (কৈপাড়া) গ্রামের স্বর্গীয় ধীরেন নাথ মাষ্টারের ছেলে। সে পৌরশহরের ঝিলপাড়াস্থ এআই নেটওয়ার্কে কর্মরত ছিল।
জানা গেছে, সুশান্ত দিনার কর্মস্থলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আত্মহত্যার চেষ্টা করে। পরে অফিসের অন্যান্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।রাতে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত ডা. ফাহাদ আল আসাদ রেজিস্ট্রার খাতা সূত্রে জানান,হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
থানার পিএসআই মাহাবুব জানান, স্থানীয়দের খবরের প্রেক্ষীতে হাসপাতাল থেকে রাতেই দিনারের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হবে।
তিনি আরো জানান, শুনেছি দিনার ঋণগ্রস্ত ছিলেন। দেনাদারদের চাপে হয়তো আত্মহত্যা করতে পারে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোজাম্মেল হক জানান, বৃহস্পতিবার (৮ জানুয়ারি/২৬) সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
