

সৈয়দপুর প্রতিবেদক:
নীলফামারীর সৈয়দপুর শহরের নয়াটোলা চাঁদনগর এলাকার এনজিও কর্মী শেলী ও পল্লী চিকিৎসক খোকন দম্পতির বাড়ি থেকে এক পতিতাসহ ২ খদ্দেরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩০ দিনের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে আটক নারীর নাম আফরোজা খাতুন (২৩)। তিনি সৈয়দপুর শহরের ১০ নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকার মমিন হোসেন পাটোয়ারীর স্বামী পরিত্যক্তা মেয়ে। উত্তরা ইপিজেডের একটি ফ্যাক্টরীতে কাজ করেন। তার দুইটি সন্তান রয়েছে। ।
আর খদ্দের ২ যুবক হলো নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি বাজার এলাকার রবিউল ইসলামের ছেলে মো. লিপন (২০) ও একই এলাকার ডাঙ্গাপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে খয়রুল ইসলাম (২২)।
এলাকাবাসীর অভিযোগ শেলী ও খোকন দম্পতির বাসায় নিয়মিত এই অসামাজিক কাজ চলে। বাড়ির একটা রুমে বাইরে থেকে নারী এনে খদ্দের সংগ্রহ করে এই অপকর্ম চালাচ্ছে তারা। বার বার বলার পরও বিরত না হওয়ায় পুলিশ ডেকে হাতে নাতে ধরিয়ে দেয়া হয়েছে।
সৈয়দপুর থানার এসআই আশরাফুল হক বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শেলী ও খোকন দম্পতির বাসার একটা রুম থেকে ৩ জনকে আটক করা হয়। এসময় বাড়ির মালিকরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।
মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে নেয়া হলে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহদী ইমাম তাদের প্রত্যেককে ৩০ দিনের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার করে টাকা জরিমানা করেছেন। জরিমানা আদায় করে ৩ আসামিকে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।
