

আজকাল বাংলা রিপোর্ট:
বিএনপি থেকে বহিস্কৃত অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান জামাতে যোগ দিয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকার মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির শফিকুর রহমানের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শের গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।
এছাড়া, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতের অবিচল অবস্থানের প্রতি আস্থাও জানান। এ সময় তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।
বিষয়টি নিশ্চিত করে আখতারুজ্জামান বলেন,'আমি জামায়াতে যোগ দিয়েছি কিন্তু জাতীয় নির্বাচনে অংশ নেব না।
তিনি আরও বলেন, তারেক রহমান বলেছেন জামায়াত লাখ লাখ লোক মেরেছে। তার এই বক্তব্যের জন্য আমি জামায়াতে যোগ দিয়েছি। যারা এত লোক মারতে পারে তারাই তো শক্তিশালী। তাদের পাশে থাকা দরকার'।
