

তৌসিফ রেজা, সৈয়দপুর (নীলফামারী)
ঈদ এ মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আহলুস সুন্নাহ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এ প্রতিযোগিতা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মাওলানা মোহাম্মদ আলী মিসবাহী। এতে আরও উপস্থিত ছিলেন মাওলানা ইমরান হাবিব আশরাফী, মাওলানা গোলাম কাদের আশরাফী, মাওলানা মমিনুল ইসলাম কাদেরী, মাওলানা রবিন আজিমীসহ স্থানীয় বিভিন্ন আলেম-ওলামা।
বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত প্রতিযোগিতায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগীরা ৬০ মিনিটে ৩০টি মাল্টিপল চয়েস (MCQ) ও লিখিত প্রশ্নের উত্তর দেয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মকে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে আরও গভীরভাবে জানানোই এ কুইজ প্রতিযোগিতার মূল লক্ষ্য।
আহলুস সুন্নাহ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের দায়িত্বশীল খালিদ আজম আশরাফী বলেন, “প্রথমবারের মতো আমরা এ আয়োজন করেছি। বিভিন্ন সুধীজন এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আগামীতেও আরও বড় পরিসরে প্রতিযোগিতার আয়োজন করা হবে।”
