ঢাকা
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:১১
প্রকাশিত : এপ্রিল ২১, ২০২৫
আপডেট: এপ্রিল ২১, ২০২৫
প্রকাশিত : এপ্রিল ২১, ২০২৫

সৈয়দপুরে তালা কেটে মসজিদ ও বাসা বাড়িতে চুরি

জাহিদুল হাসান জাহিদ।। নীলফামারীর সৈয়দপুরে প্রতিদিন  রাতে ঘটছে দুর্ধর্ষ চুরি। কখনও মসজিদে আবার  কখনও বাসা বাড়িতে।

জানা যায়,শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বায়তুস সালাম জামে মসজিদ আর বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী জামবাড়ি মোড়ের বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদে চোরেরা দুই মসজিদের একইভাবে তালা কেটে আইপিএস, ব্যাটারী ও দানবাক্সের টাকা চুরি করে  নিয়ে গেছে।

এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এবিষয়ে মসজিদ কমিটির পক্ষ থেকে রবিবার (১০ নভেম্বর) স্থানীয় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদের সেক্রেটারি মোজাহারুল ইসলাম বলেন, ওই রাতে চোরেরা মসজিদের তালা কেটে ভিতরে থাকা আইপিএস ও মাইকের ব্যাটারী এবং বাইরে দানবাক্স থেকে নগদ টাকা চুরি করেছে।

রবিবার ফজরের নামাজের সময় মুসল্লীরা এসে চুরির বিষয়টি জানতে পারে। পেশাদার চোরেরাই এই অপকর্ম করেছে বলেই ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় উভয় মসজিদের কর্তৃপক্ষ যৌথভাবে থানায় জিডি করেছে। সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) আকতার হোসেন বলেন, মসজিদে চুরির অভিযোগ পেয়েছি। ঘটনার সাথে জড়িতদের আটক ও মালামাল উদ্ধারে অভিযান চালানো হচ্ছে এবং দ্রুতই ব্যবস্থা হবে।

এদিকে গতকাল রবিবার ( ১০ নভেম্বর) রাতে নিচুকলোনীর অটোচালক রাজ্জাকের বাড়ির নলকূপ চোরেরা চুরি করে। এর আগে একই এলাকার সাবেক রেলওয়ে কর্মচারী মৃত আলমাস ও চাঁন মিয়ার বাড়ির নলকূপ চোর চুরি করে নিয়ে যায়।

তবে এব্যাপারে ভুক্তভোগিরা কেউ থানায় এখনও কোন লিখিত অভিয়োগ করেনি।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram