ঢাকা
১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৪৫
প্রকাশিত : ডিসেম্বর ২৮, ২০২৫
আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৫
প্রকাশিত : ডিসেম্বর ২৮, ২০২৫

আমেরিকা থেকে  ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গম নিয়ে  MV.EVITA জাহাজটি চট্টগ্রাম বন্দরে

ঢাকা: আমেরিকা থেকে  ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গম নিয়ে  MV.EVITA জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে পৌঁছেছে।

২৮  ডিসেম্বর , ২০২৫ ( রবিবার ) মার্কিন যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ( MOU) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর G to G-02 এর অধীনে আমেরিকা থেকে ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গম নিয়ে MV. EVITA  জাহাজটি চট্টগ্রাম বন্দরের  বহি:নোঙরে পৌঁছেছে।

বাংলাদেশ ইতোমধ্যে সরকার  টু সরকার (G to G) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। G to G-02 চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে,যার প্রথম চালানে  ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গম এই চালানের মাধ্যমে দেশে পৌঁছেছে।

৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গমের মধ্যে ৩৪ হাজার ১৩৪ মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৫৬ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।

উল্লেখ,G to G-01 চুক্তির আওতায় ইতোমধ্যে মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি হয়েছে। জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু  হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে  দ্রুত  গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাক্ষরিত- ইমদাদ ইসলাম সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা খাদ্য মন্ত্রণালয়।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram