ঢাকা
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:০৮
প্রকাশিত : ডিসেম্বর ২৪, ২০২৫
আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৫
প্রকাশিত : ডিসেম্বর ২৪, ২০২৫

প্রথম আলো–ডেইলি স্টারে হামলাতে কুড়াল হাতে উল্লাস করা যুবকসহ গ্রেপ্তার ১০

আজকাল বাংলা ডেস্ক:

রাজধানীতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কুড়াল হাতে উল্লাস করা যুবকসহ আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে দুই দিনে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ২৯ জনে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ তথ্য জানান।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে প্রথম আলো কার্যালয়ে হামলার সময় জ্বলন্ত ভবনের সামনে কুড়াল হাতে উল্লাসরত যুবকের নাম মোহাম্মদ মাইনুল ইসলাম। তাকে ঢাকার উত্তরা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়, বর্তমানে তিনি উত্তরায় বসবাস করেন।

আরেকটি ভিডিওতে প্রথম আলো ও ডেইলি স্টার ‘গুঁড়িয়ে দেওয়া হয়েছে’ বলে ঘোষণা দিতে দেখা যায় কারি মুয়াজ বিন আবদুল রহমানকে। তাকেও ডিবি গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, তিনি যুব মজলিসের শরীয়তপুর জেলা শাখার নেতা। ভিডিওতে তিনি হামলার পেছনে উসকানিমূলক বক্তব্য দেন।

এ ছাড়া হামলার ছবি ফেসবুকে শেয়ার করে অন্যদের হামলায় যোগ দিতে আহ্বান জানানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নিয়াজ মাহমুদ ফারহানকে। তাঁর বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়।

গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন—আবদুর রহমান (নোয়াখালী), মো. জান্নাতুল নাঈম (রংপুর), মো. ফয়সাল আহমেদ (চাঁদপুর), জুবায়ের হোসাইন (নোয়াখালী), মো. আলমাস আলী (ময়মনসিংহ), জুলফিকার আলী ওরফে সৌরভ (ঢাকার শাহ আলী) এবং মো. জাকির হোসেন শান্ত (ময়মনসিংহ)।

জাকির হোসেন শান্তকে সিটিটিসি গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে লাইভ ভিডিও করে নিজের ফেসবুক আইডিতে তা প্রচার করেছিলেন।

পুলিশ সূত্র জানায়, ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে হামলায় জড়িত হিসেবে শতাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২৯ জনকে গ্রেপ্তার করে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় দায়ের করা দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া হামলার উসকানিদাতা হিসেবে আরও অন্তত ২০ জনকে শনাক্ত করা হয়েছে। 

ডেইলি স্টার কার্যালয়ের সামনে ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় জড়িতদেরও চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানির মাধ্যমে পরিকল্পিতভাবে বৃহস্পতিবার রাতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালানো হয়। হামলাকারীরা আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের গাড়িতেও বাধা দেয়। একই রাতে ছায়ানট ভবন এবং পরদিন উদীচী কার্যালয়েও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

হামলার ঘটনায় গত রোববার রাতে প্রথম আলো এবং সোমবার সন্ধ্যায় ডেইলি স্টার তেজগাঁও থানায় পৃথক মামলা করেছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram