ঢাকা
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:০৮
প্রকাশিত : ডিসেম্বর ১৮, ২০২৫
আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৫
প্রকাশিত : ডিসেম্বর ১৮, ২০২৫

ভোট ও গণভোটে অংশগ্রহণ নিশ্চিত করতে জনসচেতনতামূলক কর্মসূচি করবে সরকার -তথ্য ও সম্প্রচার সচিব

ঢাকা, ০৩ পৌষ (১৮ ডিসেম্বর): তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটে সর্বস্তরের জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে দেশজুড়ে ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার। এর অংশ হিসেবে তিনি আগামীকাল থেকেই দেশব্যাপী জোরালো জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তথ্য সচিব আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা তথ্য অফিসসমূহের প্রচার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মাঠপর্যায়ের ৬৮টি তথ্য অফিসের প্রধানগণ অংশগ্রহণ করেন। তিনি বলেন, ভোটার বিশেষ করে তরুণ ভোটার এবং প্রথমবার ভোট দিতে যাওয়া নাগরিকদের উদ্বুদ্ধ করতে ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক আয়োজন করতে হবে। একইসঙ্গে ‘ভোটালাপ’ কর্মসূচির আওতায় জেলা তথ্য অফিসগুলোর উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে গণভোটে অংশগ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করার নির্দেশনা দেন তিনি। মাহবুবা ফারজানা বলেন, এবারের গণভোটকে ব্যতিক্রমধর্মী ও অর্থবহ করতে হলে সব ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। ভোটারদের উজ্জীবিত করার গুরু দায়িত্ব তথ্য অফিসসমূহকেই পালন করতে হবে। জনগণকে ভোটদানের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে সচেতন করতে হবে। ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে গণভোটে অংশ নিতে হবে। তিনি আরও বলেন, গণভোটের প্রচারে আঞ্চলিক ভাষা ও সংস্কৃতিনির্ভর কনটেন্ট ও বক্তব্য উপস্থাপন করতে হবে, যাতে জনগণ সহজে গণভোটের গুরুত্ব অনুধাবন করতে পারে। তথ্য সচিব তাঁর বক্তব্যে গণভোট ও নির্বাচনি আচরণবিধি সম্পর্কে ভোটারদের সচেতনতা বাড়াতে ‘টেন মিনিট ব্রিফ’ কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ কর্মসূচির আওতায় গ্রামের ছোট ছোট বাজারে দাঁড়িয়ে জেলা তথ্য অফিসের কর্মকর্তাদের ১০ মিনিটের সংক্ষিপ্ত ব্রিফিংয়ের মাধ্যমে নির্বাচনি করণীয় ও বর্জনীয় তুলে ধরা এবং প্রচারপত্র ও লিফলেট বিতরণের নির্দেশনা দেন তিনি। সভাপতির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল বলেন, নির্বাচনি আচরণবিধি ও গণভোট বিষয়ে প্র্যাকটিক্যাল ডেমোনস্ট্রেশন, তরুণ ভোটারদের উৎসাহিত করা এবং নারী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে মাঠপর্যায়ের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি জানান, ইতোমধ্যে গণভোট বিষয়ে ১০টি সংগীত রচনা করা হয়েছে, যেগুলোর সুর ও রেকর্ডিংয়ের কাজ চলমান রয়েছে। শিগগিরই এসব সংগীত মাঠপর্যায়ে পরিবেশন করে গণভোটে জনসম্পৃক্ততা বাড়ানো হবে। পাশাপাশি নির্বাচন কমিশন, প্রধান উপদেষ্টার কার্যালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কনটেন্টও মাঠপর্যায়ে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক ওমর ফারুক দেওয়ান, রংপুর জেলা তথ্য অফিসের পরিচালক ড. মোফাখখারুল ইকবাল, পরিচালক (প্রশাসন) সৈয়দ এ মু’মেন এবং পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram