

তৌসিফ রেজা আশরাফী:
আপনার ছাড়া অপূর্ণ আমার এই জীবন,
আপনার ছায়াই সম্পূর্ণ আমার জীবন।
আপনার কদমের ধূলা নয় শুধু মাটি,
এটি আমার জীবনের সফলতার চাবিকাঠি।
মুর্শিদ জামাল আশরাফ আপনি ভালোবাসার সুর,
আপনার এই পবিত্র নামটি আমার জীবনের মূল।
বহুদিন হলো পাইনি আপনার দেখা,
তবুও হৃদয়ের স্মৃতির পাতায় আপনি রয়েছেন তরতাজা।
দেশে বহু মনীষীর পদচারণা হলেও
আপনার শুন্যতা রয়েছে অপূরণীয়।
আপনার দর্শনের অপেক্ষায় তৃষ্ণার্ত আমার মন,
জানিনা কবে মিটবে দর্শনের সেই তৃষ্ণা।
আপনার অপেক্ষায় সজাগ থাকবো চিরকাল,
আমৃত্যু সরব থাকবে তৌসিফের মুখে আপনার নাম।
