ঢাকা
১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ২:০১
প্রকাশিত : অক্টোবর ১৫, ২০২৫
আপডেট: অক্টোবর ১৫, ২০২৫
প্রকাশিত : অক্টোবর ১৫, ২০২৫

বাউফলে বিএনপি মনোনয়ন প্রত্যাশী কে এই শহীদুল আলম

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী (২) বাউফল সংসদীয় আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম তালুকদার। বাউফল আসনের রাজনীতিতে শহীদুল আলম তালুকদার একটি গুরুত্বপূর্ণ নাম।

বিএনপি'র দলীয় এই নেতা নিজের যোগ্য নেতৃত্ব ও জনসমর্থন দিয়ে বাউফল উপজেলায় বিএনপি'র অবস্থান শক্তিশালী করতে অসামান্য ভূমিকা রেখেছেন। শুধু তাই নয় তার দক্ষ নেতৃত্বে এই আসনে বিএনপি একাধিকবার জনগণের ভোটে সফলতা পেয়েছে।

শহীদুল আলম তালুকদার একজন বীর মুক্তিযোদ্ধা। তার নেতৃত্ব ১৯৮৪ সালে উপজেলার ধুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে স্পষ্ট হয় এবং চেয়ারম্যান হিসেবে তার সফলতার ধারাবাহিকতায় ১৯৮৫ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে আওয়ামী লীগের তৎকালীন এমপি আ.স.ম ফিরোজের আপন ছোট ভাইকে বিপুল ভোটে পরাজিত করে বিজয় অর্জন করেন।

পরবর্তীতে ১৯৯০ সালে উপজেলা পরিষদের নির্বাচনে পুনরায় একই প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে তিনি বিজয়ী লাভ করেন। ১৯৯৬ সালের নির্বাচনে শহীদুল আলম তালুকদার আওয়ামী লীগের আ.স.ম ফিরোজের কাছে মাত্র ২৪ ভোটের ব্যবধানে পরাজিত হন। উপজেলার কালিশুরী ইউনিয়নের রাজাপুর কেন্দ্রে উপ নির্বাচনে অনিয়ম এবং প্রশাসনিক প্রভাব নিয়ে বিতর্ক থাকলেও তার শক্তিশালী জনসমর্থনের কারণে জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি।

২০০১ সালের জাতীয় নির্বাচনে শহীদুল আলম তালুকদার বিএনপি জোটের প্রার্থী হিসেবে আ.স.ম ফিরোজকে ১৬ হাজার ৯৩১ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেন। এটি বাউফল উপজেলায় বিএনপি'র জন্য একটি ঐতিহাসিক জয় হিসেবে স্মরণীয় হয়ে রয়েছে।

দলের গোপন জরিপ ও মনোনয়ন বিএনপি দলীয় গোপন জরিপের ভিত্তিতে শহীদুল আলম তালুকদার ১৯৯৬ সাল থেকে বিএনপি'র মনোনয়ন পেয়ে আসছেন। তার নেতৃত্বের প্রতি দলের আস্থা ও জনগণের সমর্থনই তাকে বারবার মনোনয়ন এনে দিয়েছে।

২০০৮ সালের নির্বাচনে ১/১১-এর মিথ্যা মামলার কারণে তার মনোনয়ন বাতিল হয়। তার পরিবর্তে ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার ধানের শীষ প্রতীকে নির্বাচন করলেও বিপুল ভোটে পরাজিত হন। ২০১৪ ও ২০১৮ সালের কথিত নির্বাচনে শহীদুল আলম তালুকদার বিএনপির মনোনয়ন পেলেও বিএনপির নির্বাচন বর্জনের কারণে নৌকার প্রার্থী বিজয়ী হয়।

শহীদুল আলম তালুকদারের নেতৃত্বে বাউফল উপজেলায় বিএনপি'র শক্ত ভিত্তি তৈরি হয়েছে। তার কর্মধারা ও নেতৃত্ব আগামী প্রজন্মের নেতাদের জন্য পথপ্রদর্শক হতে পারে। শহীদুল আলম তালুকদার শুধুমাত্র একজন নেতা নন, তিনি বাউফল উপজেলার বিএনপি'র জন্য একটি উজ্জ্বল প্রতীক।

আগামি ২০২৬ সালের নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি, ঢাকা দক্ষিণের জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফল আসনে নির্বাচন করবেন। তিনি অত্যন্ত দক্ষ ভাবে মাঠ গুছিয়েছেন। এই আসনে ড. মাসুদকে হারাতে সহিদুল আলম তালুকদারের বিকল্প নেই। এমনটাই মনে করেন বাউফলের সর্বস্তরের জনগণ?

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram