

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী:
ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের ৬ষ্ঠতম শাহাদাত বার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাউফল সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (০৭ অক্টোবর) যোহর বাদ বাউফল সরকারি কলেজ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ শেষে আবরার ফাহাদের রূহের মাগফিরাতের জন্য দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবুজাফর সিকদার, সাধারণ সম্পাদক ইসতিয়াক রসুল সোয়েব, সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত জিসান, কলেজ ছাত্রদলের সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল ইকবাল দুখু, পৌর ছাত্রদলনেতা ইমাম হোসেন সজীবসহ অন্যান্য ছাত্রদলের নেতাকর্মীরা।
