ঢাকা
১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১:৫৭
প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৫

এলপি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব

আজকালা বাংলা রিপোর্ট:

সরকারি এলপিজির দাম আবারও বাড়তে পারে। সাড়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা নির্ধারণের প্রস্তাব করেছে সরকারি কোম্পানি এলপি গ্যাস লিমিটেড। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত ঐ আবেদন গত সপ্তাহে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) জমা দেওয়া হয়েছে।

মূল্যবৃদ্ধির প্রস্তাবে এলপি গ্যাস লিমিটেড বলেছে, ক্রসফিলিং বন্ধ, ডিলার পর্যায়ে স্থানীয় পরিবহন, অপারেশন খরচ ও চার্জ বৃদ্ধির কারণে খরচ বেড়েছে। একই সঙ্গে বেসরকারি কোম্পানির এলপিজির দাম তুলনামূলক বেশি হওয়ার বিষয়টিও প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ গত ৪ মে গণশুনানি ছাড়াই ১২.৫ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৬৯০ টাকা থেকে বাড়িয়ে ৮২৫ টাকা নির্ধারণ করে বিইআরসি। তখন এর প্রতিবাদ করে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। চলতি সেপ্টেম্বরে বেসরকারি পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। তবে নিয়ন্ত্রক সংস্থাটির নির্ধারিত দামে বাজারে এ রান্নার গ্যাস পাওয়া যায় না। এলাকাভেদে ৫০ থেকে ১৫০ টাকা বেশি খরচ করে কিনতে হয় এটি।

এলপি গ্যাস লিমিটেডের বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে ১২ হাজার ৭২৩ মেট্রিক টন এলপিজি বিক্রি করেছে। এর মধ্যে সেনাবাহিনীকে ৭২২ মেট্রিক টনসহ মোট ৮৩৪ মে. টন পাইকারি আকারে সরবরাহ করেছে। অবশিষ্ট এলপিজি বোতলজাত করে বিক্রি করেছে কোম্পানিটি। এ বছর করপূর্ব মুনাফা করেছে ১০ কোটি ২ লাখ টাকা, ডব্লিউপিপিএফ ৫০ লাখ এবং আয়কর বাবদ ৩ কোটি ১২ লাখ টাকা জমার পর করোত্তর নিট মুনাফা করেছে ৬ কোটি ৩৯ টাকা। বিইআরসি ফর্মুলা (না লোকসান না মুনাফা) অনুযায়ী দাম বাড়ানোর কতটা সুযোগ রয়েছে সে বিষয়ে বিতর্ক রয়েছে। এর সুরাহা চেয়ে গণশুনানি ছাড়াই দাম বাড়ানো নিয়ে ক্ষুব্ধ ক্যাব রাষ্ট্রপতির বরাবরে অভিযোগ দিয়েছিল কয়েক মাস আগে। এলপি গ্যাস লিমিটেডের এক কর্মকর্তা জানান, প্রস্তাবে ডিলারদের পরিবহন ও অন্যান্য খরচ বৃদ্ধির কথা বলা হয়েছে। বর্তমানে ডিলাররা পরিবহন খরচ ও কমিশন বাবদ ৪১ টাকা পান। তারা স্বল্প পরিমাণে সিলিন্ডার পেয়ে থাকেন। এতে তাদের খরচ উঠছে না। যে কারণে আরও ১০০ টাকা বাড়ানোর আবেদন করা হয়েছে।

দেশে বছরে ১৫ লাখ টনের বেশি এলপিজির চাহিদার বিপরীতে এলপি গ্যাস লিমিটেড ২০২৩-২৪ অর্থবছরে মাত্র ১২ হাজার ৭২৩ টন সরবরাহ দিয়েছে। যদিও খুচরা বাজারে এ এলপিজি দেখা যায় না বললেই চলে। বিপিসির ও কোম্পানিটির একশ্রেণির কর্মকর্তাদের যোগসাজশে নির্ধারিত প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram