

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী
পটুয়াখালীর বাউফলে সম্প্রতি উপজেলা জামায়াতে ইসলামীর একটি মিছিল শেষে বাড়ি ফেরার পথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী আবু জাফরকে শারীরিক ভাবে হেনস্তা করা হয়।
এঘটনার প্রতিবাদে শনিবার (২৭সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল ইউনিয়ন শাখার উদ্যোগে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে।
মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাওলানা আব্দুস সুবহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাউফল উপজেলা শাখার সভাপতি মাস্টার মো. রেদোয়ান উল্লাহ, বাউফল ইউনিয়ন শাখার সভাপতি মো. আলতাফ হোসেন।
সমাবেশে বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সভার সভাপতি মাওলানা আব্দুস সুবহান বলেন, প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, আমরা আমাদের ভাইয়ের ওপর হামলার বিচার চাই। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হোক।
