

আবু তাহের, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা :
সারাদেশে টাইফয়েড টিকা কার্যক্রমের অংশ হিসেবে গাইবান্ধার সাঘাটা উপজেলায় আগামী ১২ অক্টোবর হতে শুরু হচ্ছে এ টিকা কার্যক্রম ।
এবার এ উপজেলায় ৯ মাস থেকে ১৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় ৮০ হাজার ৮০২ জন শিশু এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা পাবে।
এরই মধ্যে ১ আগস্ট থেকে টিকা গ্রহণের জন্য অনলাইন নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে টিকাদান পর্যন্ত হওয়ার আগ পর্যন্ত।
মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে শিশু শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে এবং যে সমস্ত শিশু এখনও স্কুলে যায় না তাদের ইপিআই সেন্টার গুলোতে এই টিকা দেয়া হবে। সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইলতুতমিশ আকন্দ মিন্টু বুধবার (২৭ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য জানান, ।
তিনি জানান,টাইফয়েড জ্বর স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়াজনিত একটি সংক্রমণ, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। উপসর্গের মধ্যে থাকে—দীর্ঘস্থায়ী জ্বর, মাথাব্যথা, বমি, ক্ষুধামন্দা এবং কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া।
প্রাথমিক পর্যায়ে লক্ষণ অস্পষ্ট থাকায় অনেক সময় টাইফয়েড শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, সেপ্টেম্বরের প্রথম ১০ কর্মদিবসে স্কুলে ক্যাম্প স্থাপন করে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।
এরপর, যেসব শিশু ক্যাম্পে উপস্থিত হতে পারবে না কিংবা স্কুলে যায় না—তাদের জন্য পরবর্তী ৮ দিন স্থানীয় ইপিআই কে›েন্দ্র গিয়ে টিকা নেওয়ার সুযোগ থাকবে।
ভ্যাকসিনটি সরবরাহ করছে গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্স, যা এক ডোজেই ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা প্রদান করতে সক্ষম। এই টিকা কার্যক্রম সফল করতে বুধবার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত উপজেলা নির্বাহী কর্মকর্তা আল কামাহ্ তমাল সকল কর্মকর্তা,স্বাস্থ্যকর্মী ও প্রাথমিক- মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নিজনিজ অবস্থান থেকে গুরুত্বসহকারে দায়িত্ব পালন করার নির্দেশ দেন।
তিনি জানান, জন্ম নিবন্ধন সনদ না থাকলেও শিশুরা টিকা নিতে পারবে। এই ক্ষেত্রে বাবা-মায়ের মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করা যাবে। ওয়েবসাইটে গিয়ে জন্ম নিবন্ধন নম্বর বা মোবাইল নম্বর ব্যবহার কওে টিকার জন্য নিবন্ধন করা যাবে। জন্ম নিবন্ধন থাকলে ভ্যাকসিন কার্ড ডাউনলোডও করা যাবে।
