এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার:
লক্ষ্মীপুর জেলায় দুর্নীতিমুক্ত পরিবেশে যোগ্যতা ও মেধার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ২১ জন পুরুষ ও ৩ জন নারী এবং অপেক্ষমান তালিকায় রয়েছেন আরও ৪ জন।
“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে লক্ষ্মীপুর জেলার প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপার মোঃ আকতার হোসেন।
পুলিশ সুপার জানান, ২০২৫ সালের ফ্রেরুয়ারী মাসে পুলিশ কনস্টেবল নিয়োগ আবেদন অনলাইন রেজিষ্ট্রেশনের মাধ্যমে শুরু হয়। পরে ১০,১১ ও ১২ এপ্রিল শারীরিক ও অন্যান্য ইভেন্টের যাচাই-বাছাই করার পরে ৫ মে ২৪৩ জন নারী-পুরুষ ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহন করে ৫৪ জন উর্ত্তীন হন।
পরে ১৫ নম্বরের ভাইভা ভয়েসে ৫৪ জন প্রার্থী অংশগ্রহণ করে ২১ পুরুষ ও ৩ জন নারী চুড়ান্ত ভাবে মনোনীত হন এবং ৪ জনকে অপেক্ষামাণ তালিকায় রাখা হয়েছে। জানা যায়, কোন ধরনের তদ্বির, সুপারিশ এবং অনৈতিক লেনদেন ছাড়াই স্বচ্ছতার সাথে এ নিয়োগ পক্রিয়া সম্পন্ন হয়েছে।
চাকুরি প্রার্থীরা ১২০ টাকা খরচে আবেদন করেই স্বপ্নের চাকুরি পেয়েছেন। ২১ জন পুুরুষ এবং ৩জন নারী কনস্টেবলের চুড়ান্ত তালিকা প্রকাশের পর সোনার হরিণ বিজয়ী ও তাদের অভিভাবকরা আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়েন। চাকুরি প্রাপ্তদের বেশীর ভাগই দরিদ্র পরিবারের সন্তান।
টাকা ছাড়া সরকারি চাকুরি নামের সোনার হরিণ পাবে এটা তাদের অনেকের কল্পনাতেও ছিলনা। ১২০ টাকা খরচ করে চাকুরি প্রাপ্তরা এবং তাদের অভিভাবকগণ দুর্নীতিমুক্ত একটি স্বচ্ছ নিয়োগ পরীক্ষা সম্পন্ন করায় লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোঃ আকতার হোসেনকে ধন্যবাদ জানান।