

মো. নজরুল ইসলামঃ মানিকগঞ্জ:
"জৈব কৃষি চর্চা করি,সবুজ পৃথিবী গড়ি " এই স্লোগান নিয়ে আজ ২৯ ডিসেম্বর ২০২৫. সকাল ১০ টা থেকে দুপুর ৩.০০ পর্যন্ত মানিকগঞ্জের বেউথা আরব ভবন মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও গ্রীণ কোয়ালিশন এর যৌথ আয়োজনে উপজেলা ও জেলা গ্রীণ কোয়ালিশন কমিটির সাথে ষাণ্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কমরেড শামসুল আলম এর সভাপতিত্বে ও বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় এর সঞ্চালনায় প্রধান সহায়কের ভূমিকা পালন করেন বারসিক পরিচালক সৈয়দ আলী বিশ্বাস। কাজের অগ্রগতি ও করণীয় বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মিলন। পরিকল্পনায় যুক্ত ছিলেন গ্রীণ কোয়ালিশন সদস্য অধ্যাপক মাইনুদ্দিন আহমেদ, অধ্যাপক আনিসুর রহমান, মীর্জা ইস্কান্দার মাস্টার, কবি কল্পনা সুলতানা, কবি শুকুর আলী,মনসুর আলী মেম্বর,মধুমালা বেগম প্রমুখ।
বক্তারা স্থানীয়ভাবে কৃষি প্রতিবেশ চর্চাসহ মানিকগঞ্জের নদী নালা খাল বিল দখল ও দুষণের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
