ঢাকা
২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩৮
প্রকাশিত : অক্টোবর ২৫, ২০২৫
আপডেট: অক্টোবর ২৫, ২০২৫
প্রকাশিত : অক্টোবর ২৫, ২০২৫

সাঘাটায় সামাজিক সংগঠন নবস্বপ্নে অগ্রজের স্পর্শ'র পথচলায় আলোচনা

আবু তাহের স্টাফ রিপোর্টার, গাইবান্ধা :

গাইবান্ধার সাঘাটা উপজেলায় দক্ষিণ যোগীপাড়া গ্রামে ফারহানা রহমান মিষ্টি গড়ে তুলেছেন মনোনশীল নবস্বপ্ন পাঠাগার ও নবস্বপ্নে অগ্রজদের স্পর্শ নামের এক সামাজিক সংগঠন ।

মাটি ও মানুষের ভালোবাসা নিয়ে নতুন উদ্যোমে উদ্যোগ নেওয়া একজন নারীর সমাজ উন্নয়নে অগ্রজদের নিয়ে এক চ্যালেঞ্জিং প্রত্যাশা।

বাংলাদেশ বিমানবাহিনীর এ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর কর্মকর্তা মোঃ মন্তেজার রহমান- একজন সাহিত্যমনা মানুষ। মানুষের মনের সুপ্ত প্রতিভার বিকাশে বিভিন্ন সংগঠনে সহযোগী হয়ে দীর্ঘদিন কাজ করে চলেছেন।

যাহার উদ্যোগে অনুপ্রাণিত হয়ে তাহারই সহধর্মিণী ফুলছড়ি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক, লেখক ও কবি ফারহানা রহমান মিষ্টি অনেকদিন যাবৎ একটি পাঠাগারের পাশাপাশি প্রতিটি পরিবারে সদস্য সদস্যাদের তাদের পরিবারের বৃদ্ধাদের যত্নে উদ্বুদ্ধ করতে প্রতিষ্ঠা করেছেন "নবস্বপ্নে অগ্রজের স্পর্শ। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফারহানা রহমান মিষ্টি তিনি নিজেই। তিনি নিজেই সবসময় সংগঠনটির দেখভাল করেন।

"মুখে থাকুক মিস্টি হাসি-বয়োজ্যেষ্ঠদের ভালোবাসি" এই শ্লোগানকে সামনে রেখে বিগত সময় ধরে সোশাল মিডিয়ায় একাধিক সারা জাগিয়ে পরিচিতি ও অর্জন করেছেন মিষ্টি।

এরই আলোকে আজ ২৫ অক্টোবর-২০২৫ইং সকাল ১০ ঘটিকায় সাঘাটা বাজার সরেজমিন বার্তার অফিসে মনোরম পরিবেশে জাগ্রতচিত্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা ডিগ্রী কলেজের অধ্যক্ষ: সাইদুর রহমান, উদ্যোগক্তা মন্তেজার রহমান।

নবস্বপ্নে অগ্রজের স্পর্শ পথচলা অনুষ্ঠানে ফারহানা রহমান মিষ্টির সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে সাংবাদিক ও কবি আবু তাহের, আমন্ত্রিত অতিথি হিসেবে- কবি ও সাংবাদিক মির্জা মোহাম্মদ নূরুন্নবী, সাংবাদিক বরুণ কুমার সিংহ, কবি ওমর ফারুক, সাঘাটা পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠাতা আবু তাহের মোঃ তোফাজ্জল হোসেন, ঘুড়িদহ ইউপি সদস্য আঃ রাজ্জাক মন্ডলসহ অনেকেই বক্তব্য রাখেন।

এছাড়াও সুলতান আহমেদ, মেহেদী হাসান, খায়রুল ইসলাম, ডাঃ ইসমাইল মোল্লা সবুজ, জাকির হোসেন, আনিছুর রহমান মোল্লাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আনোয়ার হোসেন রানা।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram