

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার ।।
আসন্ন লক্ষ্মীপুর জেলা আইডিইবি (ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ) নির্বাচনে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ইঞ্জিনিয়ার এ বি এম আশরাফ উদ্দিন।
তিনি সংগঠনের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন। পেশায় উপ-সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসেবে লক্ষ্মীপুর পৌরসভায় কর্মরত এ বি এম আশরাফ উদ্দিন বর্তমানে ১ম সিনিয়র সদস্য, লক্ষ্মীপুর পৌর সার্ভিস অ্যাসোসিয়েশন হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তিনি সম্মানিত সকল সদস্য প্রকৌশলী ও সহকর্মীদের উদ্দেশ্যে বলেন —“আমি সবসময় সদস্যদের স্বার্থরক্ষায় কাজ করেছি, ভবিষ্যতেও আইডিইবি’র মর্যাদা ও পেশাজীবীদের অধিকার রক্ষায় নিবেদিত থাকব। আপনাদের মূল্যবান ভোট ও দোয়া আমার একান্ত কাম্য।
” নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলা আইডিইবি-র প্রার্থীরা ইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন। এবারের নির্বাচনে তরুণ ও অভিজ্ঞ প্রকৌশলীদের অংশগ্রহণে জমে উঠেছে নির্বাচনী হাওয়া। “সম্মানিত সকল সদস্য প্রকৌশলী বন্ধুদের ভোট ও দোয়ায় প্রত্যাশী তিনি।”
