

নিলা, বাউফল, (পটুয়াখালী) প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ঈমান রক্ষার ক্ষেত্রে আপোষহীন ভূমিকা রেখে আসছে। এমন মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী উপজেলার ধুলিয়া ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠক চলাকালে তিনি এ বক্তব্য দেন।
তিনি বলেন, “আমাদের ঈমান, দখলদারিত্ব ও চাঁদাবাজিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। একমাত্র জামায়াতে ইসলামীই পারে একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে। আমাদের দুজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু তাদের দুই টাকার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারেনি।
” ড. মাসুদ আরও বলেন, “আমাদের নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির মঞ্চে গেছেন, কিন্তু অন্যায়ের কাছে আপোষ করেননি। জামায়াতকে ভোট দিলে একজন এমপি নির্বাচিত হবে না, এমপি হবে বাউফলের সাড়ে চার লক্ষ মানুষ। জনগণ তাদের খাদেম ও সেবক নির্বাচনের জন্যই জামায়াতকে বেছে নেবে।” দিনব্যাপী এ গণসংযোগ কর্মসূচিতে ২৫০টিরও বেশি মোটরসাইকেল ও প্রায় ৫০০ নেতাকর্মীর বিশাল শোভাযাত্রা অংশ নেয়।
শোভাযাত্রাটি ভুলিয়ার নতুন ব্রিজ বাজার, চাদকাঠি, ফুলতলা খেয়াঘাট, জামালকাঠি জামে মসজিদ মাঠ, ধুলিয়া কলেজ, প্রাইমারি স্কুল ও দাখিল মাদরাসাসহ প্রায় ২০টি স্থানে পথসভা করে। গণসংযোগে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়া, নায়েবে আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ কাজী মো. আবদুদ দইয়্যান, কেন্দ্রীয় নেতা আতিকুল ইসলাম নজরুল ও আরিফুর রহমান পলাশ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা সভাপতি মো. লিমন হোসেন, ভুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মুজিবুল হক, ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি হাফেজ মাহাবুব, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা।
