ঢাকা
২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
ভোর ৫:৪৫
প্রকাশিত : অক্টোবর ২৩, ২০২৫
আপডেট: অক্টোবর ২৩, ২০২৫
প্রকাশিত : অক্টোবর ২৩, ২০২৫

মানিকগঞ্জে বাল্য বিবাহ বন্ধে শিক্ষকদের কর্মশালা

মো.নজরুল ইসলামঃমানিকগঞ্জ:

"রাগিং বুলিং বন্ধ করি,নারীবান্ধব প্রতিষ্ঠান গড়ি" এই স্লোগান নিয়ে আজ মানিকগঞ্জের শহরে খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুল শিক্ষক,বিবাহ রেজিস্ট্রার,ধর্মীয় নেতা ও যুব নেতৃত্বের সাথে বাল্যবিবাহ,নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল মজিদ মোল্লার সভাপতিত্বে ও বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ পৌরসভার সচিব মো.বজলুর রহমান।

আলোচনায় অংশগ্রহণ করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শ্রাবন্তী বিশ্বাস,সহকারী শিক্ষক মো.ওমর ফারুক, মিজানুর রহমান, মো. সালাউদ্দিন, মো. রাসেল মিয়া, মো. নুরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন সমাজে এখনো বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতনের মতো অসংখ্য সামাজিক সহিংসতা ঘটছে।

আমরা শিক্ষক ও সচেতন নাগরিক হিসেবে দায় এড়াতে পারিনা। আমাদের সকলের উচিত সরকারি বিধিমালা মেনে সচেতনতা চালিয়ে যাওয়া। আমরা বাল্য বিয়েকে না বলব এবং বুলিং প্রতিরোধে সোচ্চার ভূমিকা পালন করবো।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram