

নিলা, বাউফল, পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল পৌর শহরের প্রাণকেন্দ্রে একমাত্র খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
আজ বুধবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে পাবলিক মাঠের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইমরান হুসাইন, মামুন খান, রিফাদ তালুকদার, মো. রিয়াজ প্রমূখ। বক্তারা শহরের প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত পাবলিক মাঠের মেলা বন্ধের দাবি জানান।
বক্তারা আরও বলেন, সামনে পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা। এছাড়া অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষা। এই মেলার কারণে পরীক্ষার প্রস্তুতি বিঘ্নিত হবে। এলাকায়, শব্দ দূষণ ও মলমূত্র ত্যাগের কারণে পরিবেশন দূষন হবে।
তা ছাড়া এই মেলার আশপাশে ১টি সরকারি হাসপাতাল, ৪টি মসজিদ, ১টি মাদ্রাসা ২টি কিন্ডার গার্টেন ও একাধিক ক্লিনিক রয়েছে। বক্তারা অভিলম্বে মেলা বন্ধ না করলে পরবর্তী কর্মসূচি পালন করবেন বলে হুশিয়ারি দেন।
