

নিজস্ব প্রতিনিধি,সৈয়দপুর,নীলফামারী:
নীলফামারীর সৈয়দপুরে থানা পুলিশের অভিযানে চার মাদকসেবী আটক হয়েছে। তাদের ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে তাদের নীলফামারীর আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাতভর অভিযান চালিয়ে পৃথক পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।
দ্বণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সৈয়দপুর শহরের মুন্সিপাড়া মহল্লার কুদ্দুস সরকারের ছেলে আলমগীর (২৪), নতুন বাবুপাড়ার কুদরত উল্লাহর ছেলে মোস্তফা আলম পাপ্পু (৩৫), উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী ডাঙ্গাপাড়ার সুশীল চন্দ্র রায়ের ছেলে সৈকত চন্দ্র রায় (১৯) এবং একই ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ীর আব্দুর রহিমের ছেলে রিসাদ ইসলাম (২০)।
মাদক সেবনের দায়ে আটক আলমগীর ও মোস্তফার ৯ দিন এবং সৈকত ও রিসাদের ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সৈয়দপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহীদ ইশরাক আটককৃতদের কারাদন্ড প্রদান করেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ বলেন, মাদকসেবনের দায়ে কারাদণ্ডপ্রাপ্তদের বেলা ৩ টায় নীলফামারীর আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে। মাদকসহ জুয়া, ভিসা প্রতারণা ও দেহ ব্যবসার মত অপরাধ নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।
