ঢাকা
২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১১:৪৬
প্রকাশিত : মে ২১, ২০২৫
আপডেট: মে ২১, ২০২৫
প্রকাশিত : মে ২১, ২০২৫

বাউফলে ইউএনও'র অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী:

জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কারপ্রাপ্ত, চারবার মীনা মিডিয়া অ্যাওয়ার্ড বিজয়ী সাংবাদিক ও মানবাধিকার-কর্মী, দৈনিক কালের কণ্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি এমরান হাসান সোহেল'র সাথে বাউফল উপজেলার দুর্নীতিবাজ ইউএনও আমিনুল ইসলামে'র ঔদ্ধত্যপূর্ণ ও অগ্রহণযোগ্য আচরণের প্রতিবাদে এবং অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১মে) বিকেল সাড়ে তিনটায় স্থানীয় বাউফল পাবলিক মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ চত্বরের মূল ফটকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলা'র সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আয়শাতুন্নেছা বর্ষা, শুভচন্দ্র শীল, শাহানাজ আক্তার ও রিকশাচালক মমিন প্রমূখ। বক্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই ইউএনওকে ২৪ ঘন্টার মধ্যে বাউফল থেকে অপসারণ করা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

এসময় রিকশাচালক মমিন বলেন, সম্প্রতি আমি উপজেলা চত্বরের মুল ফটকের পাশে আমার রিকশটিা রাখায় আমাকে চড় থাপ্পড় মারেন। এবং আনসারকে নির্দেশ দেন আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। তখন তার গাড়ি চালক ইব্রাহিমের অনুরোধে আমাকে ছেড়ে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

উল্লেখ্য, গত ১৯মে বাউফল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে ইউএনওকে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুর্নীতি প্রতিরোধ কমিটির বাউফল উপজেলার সভাপতি এমরান হাসান সোহেল'র সাথে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে ইউএনও ক্ষিপ্ত হয়ে বলেন, আপনি আমার অনুমতি না নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন কিভাবে করলেন? জবাবে সোহেল বলেন-ভাই আপনার দপ্তরে একাধিকবার গিয়েছিলাম আপনাকে না পেয়ে ফোন দিয়েছি আপনি ফোন রিসিভ করেননি। তখন ইউএনওকে ভাই বলাতে তিনি আরও ক্ষিপ্ত হয়ে যান। রাগাম্বিত কন্ঠে ইউএনও বলেন, আমাকে ভাই বললেন কেন? আমাকে স্যার বলবেন।

সোহেল বলেন- আপনি একজন প্রজাতন্ত্রের কর্মচারী আপনাকে স্যার ডাকতে বাধ্য নই আর যেহেতু এটা রাষ্ট্রীয় প্রোগ্রাম এজন্য আপনি ফোন রিসিভ করতে বাধ্য। তখন ইউএনও বলেন, আমি প্রজাতন্ত্রের এমন চাকর মালিককে শাস্তিও দিতে পারি। আমি কারো ফোন ধরতে বাধ্য নই, আমার বাংলোতে যাবেন, বাংলো একটা অফিস। গত ১৯মে এঘটনার শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram