ঢাকা
২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ২:০৮
প্রকাশিত : মে ১৩, ২০২৫
আপডেট: মে ১৩, ২০২৫
প্রকাশিত : মে ১৩, ২০২৫

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের ৬ নেতা গ্রেপ্তার

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার:

লক্ষ্মীপুরে গত আগস্টে চার শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার দিবাগত রাতে চট্রগ্রাম, রামগঞ্জ ও রায়পুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে ঐ ৬ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর ও পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসের বাবু, সোনাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক আবদুল্লাহ আল মামুন, রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মনিরুল বাসার মিলন ও একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতা কামাল হোসেন, চন্ডিপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা নুর হোসেন ও আওয়ামী লীগ নেতা মিশকাত হোসেন।

রায়পুর ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূঁইয়া ও আবুল বাসার গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেন।

তাঁরা জানান, লক্ষ্মীপুর শহরে চার আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও চার শিক্ষার্থী হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

 লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ জানান, চার আগস্টের মামলায় এখন পর্যন্ত ২৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গত বছর চার আগস্ট লক্ষ্মীপুর, রায়পুর ও রামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় চার শিক্ষার্থী নিহত ও আহত হয় কয়েক শ ছাত্র-জনতা। এসব ঘটনায় একাধিক মামলা করা হয়।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram