ঢাকা
১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ২:০১
প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২৫

নির্বাচন বানচালের চেষ্টা চলছে, রুখতে প্রস্তুত র‍্যাব: মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা।

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকারবিরোধীরা ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ এবং নাশকতার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুল রহমান।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

র‍্যাব ডিজি বলেন, ‘নির্বাচন বানচালের উদ্দেশ্যে যে কোনো ষড়যন্ত্র রুখতে র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।’

সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধার নিয়ে প্রশ্নের জবাবে শহিদুল রহমান বলেন, ‘লুট হওয়া প্রায় ১ হাজার ৩৫৭টি অস্ত্রের মধ্যে ৭০-৮০ শতাংশ উদ্ধার করা হয়েছে। গত মাসেও তিনটি পিস্তল উদ্ধার করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি, জাতীয় নির্বাচনের আগেই বাকি অস্ত্রগুলোও উদ্ধার করা সম্ভব হবে।’

তিনি আরো বলেন, এসব অস্ত্র এখনো বাইরে থাকাটা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে এবং বিভিন্ন অপরাধী গোষ্ঠীর হাতে এসব অস্ত্র চলে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন।

খাগড়াছড়িতে সম্প্রতি ধর্ষণের ঘটনায় সৃষ্ট অস্থিরতা প্রসঙ্গে তিনি জানান, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হলেও পরিস্থিতিকে রাজনৈতিকভাবে বড় আকার দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর পেছনে কোনো বিদেশি অপশক্তির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

র‍্যাবের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদকবিরোধী অভিযান এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনে র‍্যাব সদস্যদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

গাজীপুরে র‍্যাব সদস্যদের আটকে রাখার ঘটনা প্রসঙ্গে র‍্যাব ডিজি বলেন, ‘এই ঘটনায় মামলা হয়েছে এবং দায়ীদের গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রভাবিত করবে না।’ তিনি আশাবাদ ব্যক্ত করেন, যেকোনো পরিস্থিতিতেই র‍্যাব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram