নিজস্ব প্রতিনিধি,ফরিদপুর:
হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা আজ ২১ আগস্ট অনুষ্ঠিত হয়।
নকআউট পদ্ধতিতে আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নেয় গ্রুপ এ, গ্রুপ বি ও গ্রুপ সি। দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার শেষ রাউন্ডে সিয়াম ও সূর্যের নেতৃত্বে গ্রুপ এ ও গ্রুপ বি মাঠে নামে।
খেলায় শুরু থেকেই আধিপত্য বিস্তার করে গ্রুপ বি এবং শেষ পর্যন্ত ০৩–০০ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা নাঈমা নাদিয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষা ও কল্যাণ শাখা এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর।
বিদ্যালয়ের অধ্যক্ষ এম মাহামুদুল হাসান এর সভাপতিত্বে টুর্নামেন্ট পরিচালনা করেন সিনিয়র শিক্ষক পার্থ সাহা, আকাশ সাহা ও সুব্রত মালো।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক জাকিয়া নাসরিন, শাহাজাদা মোল্লা, প্রিয়াংকা বাকচী ও রামিসা তাসনিম প্রমুখ। খেলা শেষে প্রধান অতিথির কাছ থেকে বিজয়ী খেলোয়াড়রা মেডেল ও ট্রফি গ্রহণ করে।