মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী:
পটুয়াখালীর বাউফলে পূর্ব শত্রুতার জেরে একটি উন্নত জাতের গাভী গরুকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের পাংগাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বকুল নামের এক প্রত্যক্ষদর্শী জানান, আহত গরুটি রশি ছুটে গিয়ে মুজাফ্ফার হাওলাদারের বাড়ির আঙিনায় ঢুকে পড়ে। তখনই মুজাফ্ফারের স্ত্রী নাজমা বেগম ও মেয়ে সাথী আক্তার দা দিয়ে গরুটিকে কুপিয়ে জখম করে। পরে রক্তাক্ত গরুটি কালিশুরী গোয়ালিয়াবাঘা সড়কে জলিল হাওলাদারের বাড়ির সামনে পড়ে যায়।
এঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন ঘটনাস্থলে পৌঁছান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে অবহিত করেন।
উপজেলা প্রাণিসম্পদ ডাক্তার আব্দুল আজিজ (অব:) জানান, গরুটির দেহে অসংখ্য সেলাই দিতে হয়েছে এবং প্রায় ১লক্ষ ৮০হাজার টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরেই এই হামলা চালানো হয়েছে।
ইউপি সদস্য ফারুক বলেন, আমার এক চাচার সঙ্গে তাদের পূর্ব বিরোধ থাকায় আমার গরুটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমি থানায় অভিযোগ করবো।
এবিষয়ে অভিযুক্ত নাজমা বেগম বলেন, গরুটি আমার বাড়িতে প্রবেশ করলে আমি শুধু তাড়িয়ে দিয়েছি। বিরোধ থাকায় তারা আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে।