ঢাকা
২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১:৫৪
প্রকাশিত : মে ১৬, ২০২৫
আপডেট: মে ১৬, ২০২৫
প্রকাশিত : মে ১৬, ২০২৫

হজ্বের টাকা নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার-১

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী:

পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের বাসিন্দা মো. ফরিদ সিকদার নামে এক ব্যক্তিকে একাধিক প্রতারণার মামলায় গ্রেফতার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৫ মে) রাতে ডেমরা থানা পুলিশ ফরিদ সিকদারকে গ্রেফতার করে। বাউফল থানার এস.আই মো. মাসুদ খলিফার নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, ফরিদ সিকদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে। বাউফল থানার মামলা নং ০৪/০৭/২০২৪, যার আওতায় তাকে দণ্ডবিধির ৪২০ এবং ৪০৭ ধারায় অভিযুক্ত করা হয়েছে। সিআর মামলা নং ৩৪০/২৪ এবং ১২৪৪/২২ নং মামলায় এন.আই অ্যাক্টের ধারা (১) অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।

এছাড়াও রয়েছে সি.আর মামলা নং ৬৫৯/২৪। ফরিদ সিকদারের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ, তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে প্রতারণার মাধ্যমে মোট ৭ লাখ ৩৪ হাজার ৭শ ২০ টাকা আদায় হাতিয়ে নেয়।

বাদী আবদুল মালেক আনোয়ারী পিতা আনোয়ার হোসেন, সাং কৌখালী, থানা: বাউফল, জেলা পটুয়াখালী। তিনি সহ আরও তিনজন ভুক্তভোগীর কাছ থেকে উল্লেখিত টাকা নেয়া হয়।

এছাড়া মির্জাগঞ্জ, ঢাকা, ডেমরা এলাকাসহ অন্যান্য স্থানেও ফরিদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।

অভিযোগকারীদের দাবি, ফরিদের প্রতারণার ফাঁদে পড়ে অনেকেই ক্ষতির সম্মুখীন হয়ে হজ্ব করতে যেতে পারেননি। আশা করছি আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকতারুজ্জামান সরকার জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, আজ তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram