মো. নজরুল ইসলামঃ মানিকগঞ্জ:
"কৃষি প্রতিবেশীয় চর্চা করি, সবুজ আন্দোলন গড়ে তুলি" এই ধরনের বিভিন্ন স্লোগান নিয়ে আজ (১১ মে) সবুজ সংহতির আয়োজনে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলাধীন লেছড়াগঞ্জ বাজারে বারসিক মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে ও বারসিক কর্মকর্তা সত্ত রঞ্জন সাহার সঞ্চালনায় কর্মসূচির ধারণা উপস্থাপন করেন সবুজ সংহতির জেলা সমন্বয়কারী মো. নজরুল ইসলাম।
সাংগঠনিক বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। সবুজ আন্দোলন গড়ে তুলতে দিকনির্দেশনামূলক কথা বলেন শিক্ষিকা শুভ্রা রায়, নাছরিন আক্তার,পরিবেশ ও জলবায়ুকর্মী মো.সফিউদ্দিন,বিপুল হালদার, মীর নাদিম,মীর মিমেল,সাংবাদিক মুহাম্মদ আলী প্রমুখ।
বক্তারা হরিরামপুর উপজেলার নদী নালা খাল বিল খননসহ দখল দুষন প্রতিরোধে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে হরিরামপুর উপজেলা সবুজ সংহতির কমিটি পুনর্গঠন করা হয়।
আহবায়ক শুভ্রা রায়,যুগ্ম আহবায়ক মো. বাপ্পি,মীর হিমেল ও সাংবাদিক মুহাম্মদ আলীকে নিয়ে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন বারসিক হরিরামপুর রিসোর্স সেন্টার।