লিটন প্রধান নিজস্ব প্রতিবেদকঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে পাথর বোঝাই ট্রাকের চাপায় সঞ্জয় চন্দ্র রায় ১৪ ও অনিক চন্দ্র রায় ১৩ নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
সঞ্জয় চন্দ্র রায় পামুলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং অনিক চন্দ্র রায় লক্ষীরহাটের একটি ওয়েলডিং এর দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। তারা সম্পর্কে চাচা- ভাতিজা হন।
বৃহস্পতিবার ৮ মে আনুমানিক রাত ০৮ ঘটিকার সময় উপজেলার ৯ নং দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট বাজার সংলগ্ন খালেক টাওয়ার এর পাশে বাইসাইকেল ও পাথর বোঝাই ট্রাক সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘঠিত হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায় দুই চাচা ভাইস্তা এক বাই সাইকেলেই বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিল। সঞ্জয় চন্দ্র রায় দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ভুল্লী পাড়া এলাকার রাজকুমারের ছেলে এবং অনিক চন্দ্র রায় একই এলাকার অতুল বর্মনের ছেলে।