পাকিস্তানের নয়টি স্থানে ভারতীয় সেনাবাহিনীর হামলার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস । ভারতীয় সেনাবাহিনীর হামলার কয়েক ঘন্টা পরই জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এই উদ্বেগের কথা জানান।
গুতেরেস বলেছেন, বিশ্ব কখনো এই যুদ্ধকে সমর্থন করবে না।জাতিসংঘ থেকে এএফপি এই খবর জানায়।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, ‘ মহাসচিব আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর অভিযানে গভীরভাবে উদ্বিগ্ন। বিশ্ব প্রতিবেশি দুই দেশের মধ্যে সামরিক বাহিনীর অভিযানকে সমর্থন করবে না।’